Friday, May 23 2025

যাদের যাকাত দেয়া যায় না


যাকাতের নেসাব পরিমাণ মালের মালিক ব্যক্তিকে যাকাত দেয়া যাবে কি না?
যার নিকট নেছাব পরিমাণ অর্থ/সম্পদ আছে তাকে যাকাত দেয়া যাবে না। (দেখুনঃ শরহুল বিকায়া)

নিজের উর্ধতন পুরুষদের কাকে কাকে যাকাত দেয়া যাবে না?
যাকাত দাতার মা, বাবা, দাদা, দাদী, পরদাদা, পরদাদী, পরনানা, পরনানী ইত্যাদি উপরের সিঁড়ির পুরুষদেরকে যাকাত দেয়া যাবে না। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

নিম্ন স্তরের কোন নিকটাত্মীয়কে যাকাত দেয়া যাবে কি না?
যাকাত দাতার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পৌত্রী, ইত্যাদি নীচের সিঁড়িকে যাকাতের টাকা দেয়া যাবে না। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

স্বামী-স্ত্রী একে অপরকে যাকাতের টাকা দিতে পারবে কি না?
যাকাত দাতার স্বামী বা স্ত্রী একে অপরকে যাকাতের টাকা দিেেত পারবে না। (দেখুনঃ রদ্দুল মুহতার)

নেসাব পরিমাণ মালের মালিকের নাবালেগ বা বালিগ সন্তানকে যাকাত দেয়া যাবে কি না?
নেসাব পরিমাণ মালের মালিকের নাবালিগ সন্তানকে যাকাতের টাকা দেয়া যাবে না। তবে এমন ব্যক্তির বালিগ ছেলে যাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে যাকাত দেয়া যাবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

No comments:

Powered by Blogger.