Breaking News
recent

সোনা রূপার যাকাত


কি পরিমাণ স্বর্ণ থাকলে যাকাত ফরয হয়?
যদি কারো নিকট শুধু সোনা থাকে (রুপা, টাকা-পয়সা, ব্যবসায়িক পণ্য কোন কিছুই না থাকে) তাহলে সাড়ে সাত তোলা বা তার বেশী সোনা থাকলে বৎসরান্তে তার উপর যাকাত ফরয হয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

কি পরিমাণ রুপা থাকলে যাকাত ফরয হয়?
যদি কারো নিকট শুধু রুপা থাকে (সোনা, টাকা-পয়সা, ব্যবসায়িক পণ্য কোন কিছুই না থাকে) তাহলে সাড়ে বায়ান্ন তোলা বা তার বেশী রুপা থাকলে বৎসরান্তে তার উপর যাকাত ফরয হয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

যদি কিছু স্বর্ণ বা কিছু রুপা সাথে টাকা পয়সা থাকে তাহলে তার হুকুম কী?
যদি কারো নিকট কিছু সোনা থাকে এবং তার সাথে কিছু রুপা বা কিছু টাকা-পয়সা বা কিছু ব্যবসায়িক পণ্য থাকে তাহলে এ ক্ষেত্রে সোনার সাড়ে সাত তোলা বা রুপার সাড়ে বায়ান্ন তোলা দেখা হবে না বরং সোনা, রুপা এবং টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্য যা কিছু আছে সবটা মিলে যদি সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্না তোলা রুপার যে কোন একটার মূলের সমপরিামণ হয়ে যায়, তাহলে (বৎসরান্তে) তার উপর যাকাত ফরয হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

স্বর্ণ-রুপা যদি অলংকার বানিয়ে ব্যবহার করে তাহলেও কি তাতে যাকাত দিতে হবে?
স্বর্ণ-রুপা নিজের মালিকানায় থাকলেই তার যাকাত দিতে হবে। চাই তা অলংকার হিসেবে ব্যবহার হোক বা না হোক। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

স্বর্ণ-রুপার অলংকারের ক্ষেত্রে বিক্রয়ের এক মূল্য আর নগদের এক মূল্য হয়ে থাকে? এতে কোন মূল্য হিসেবে যাকাত দিবে?
প্রত্যেক বস্তুর বর্তমান মূল্য হিসেবে যাকাত আদায় করতে হবে। তাই স্বর্ণ-রুপার অলংকারের বর্তমান মূল্য হিসেবে যাকাত আদায় করতে হবে। (দেখুনঃ আল-কাউসার)

No comments:

Powered by Blogger.