রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস
সূরা আল-বাক্বারাহ, আয়াতঃ ১২৭
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
উচ্চারণ
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলীম
অর্থ
হে আল্লাহ! আমাদের এই কাজটি কবুল করুণ। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ।
ফযিলত
১। কাবা শরীফের নির্মাণ কাজ শেষ করার পর হযরত ইবরাহীম (আঃ) এবং ইসমাইল (আঃ) এই দোয়াটি পড়েছিলেন।
২। এই দোয়ার মাধ্যমে হযরত ইবরাহীম (আঃ) এই শিক্ষাই দিয়েছিলেন যে মানুষের শুধু কোন মহৎ কাজ শেষ করেই তৃপ্ত না হয়ে কিংবা গর্ব না করে, বরং ঐ কাজটি কবুলের জন্যে আল্লাহ্র কাছে দোয়া করতে হবে।
মহান আল্লাহ্ আপনাদের এই প্রচেষ্টা সবার কাছে পৌঁছে দেয়ার তৌফিক দিন।
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteabu463406@gmail.com
ReplyDeleteabu463406@gmail.com
ReplyDelete01752731222
ReplyDelete