Breaking News
recent

রাব্বানা ফাঘফির লানা যুনুবানা



রাব্বানা ফাঘফির লানা যুনুবানা

সূরা আল-ইমরান, আয়াতঃ ১৯৩

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
উচ্চারণ
রাব্বানা ফাঘফির লানা যুনুবানা ওয়া কাফফির আননা ছাইয়াতিনা ওয়া তাওফফানা মা'ল আবরার
অর্থ
হে আল্লাহ! আমাদের গুনাহ মাফ কর ও খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফীক দাও! এবং আমাদের পবিত্রতার সাথে আল-আবরারগনের সাথেই মৃত্যু কবুল করুন- যারা আপনার অনুগত এবং আপনার আদেশ নিষেধ সঠিক ভাবে মেনে চলেছে।

ফযিলত
১। এই দোয়ার অর্থ হচ্ছে, মানুষের অনেক চাওয়া/ উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিৎ - ১) জান্নাত পাওয়া ২) জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। কিন্তু এ জন্যে দুটি শর্ত আরোপ করা হয়েছে - ১) ঈমান আনা ২) পাপ কর্ম থেকে দূরে থাকা।(বায়ানুল কুরআন)
২। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত - রাসুলুল্লাহ (সাঃ) নিয়মিত রাতে সুরাহ আল-ইমরান এর শেষ ১০ আয়াত পাঠ করতেন।

No comments:

Powered by Blogger.