রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াইঘফির
রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াইঘফির
সূরা আত-তাহরিম, আয়াতঃ ৮
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ
উচ্চারণ
রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াইঘফির লানা ইন্নাকা আলা কুল্লি শাই-ইন কাদির
অর্থ
হে রাব্বুল আলামিন। আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান।
ফযিলত
১। মুজাহিদ (আঃ) বলেন ঈমানদারগন মুনাফিকদের কিয়ামতের দিন নুরের আলোতে ধ্বংস হয়ে যেতে দেখে এই দোয়া পাঠ করবেন।(ইবন কাথির)
২। পুলসিরাত পার হওয়ার সময় মুমিনগণ তাঁদের সামনে ও ডানে নুরের আলো দেখবেন। এবং তাঁরা এই আলোতে মুনাফিকদের ধ্বংস দেখতে দেখতে এই দোয়া পড়বেন। আমলের পরিমান যার যত বেশি তিনি ততবেশি আলো দেখতে পাবেন। অতএব, সঠিক নুরের আলো পাওয়ার জন্যে এই দোয়া করতে হবে।(তাফসীর মাযহারি)
No comments: