রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান
রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান
সূরা আল-ইমরান, আয়াতঃ ১৯৩
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا
উচ্চারণ
রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান-ইউনাদি লিল-ইমানি আন আমিনু বি রাব্বিকুম ফা'আমান্না
অর্থ
হে রাব্বুল আলামিন! সত্যিই আমরা "আল্লাহ্র উপর বিশ্বাস" এর ডাকে সাড়া দিয়েছি এবং ঈমান এনেছি।
ফযিলত
১। এই দোয়ার অর্থ হচ্ছে, মানুষের অনেক চাওয়া/ উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিৎ - ১) জান্নাত পাওয়া ২) জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। কিন্তু এ জন্যে দুটি শর্ত আরোপ করা হয়েছে - ১) ঈমান আনা ২) পাপ কর্ম থেকে দূরে থাকা।(বায়ানুল কুরআন)
২। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত - রাসুলুল্লাহ (সাঃ) নিয়মিত রাতে সুরাহ আল-ইমরান এর শেষ ১০ আয়াত পাঠ করতেন।
No comments: