যাদের যাকাত দেয়া যায়
ফকীর ও মিসকিন কাকে বলে? তাদেরকে যাকাত দেয়া যাবে কি না?
ফকীর ও মিসকিনদেরকে যাকাত দেয়া যাবে। আর ফকীর বলে, যাদের নিকট সন্তান-সন্ততির প্রয়োজন সমাধা করার মত সম্বল নেই বা যাদের নিকট যাকাত ফেৎরা ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ সম্পদ নেই।
মিসকীন বলে যারা সম্পূর্ণ রিক্ত হস্ত অথবা যাদের জীবিকা অর্জনের ক্ষমতা নেই। (দেখুনঃ আহকামে জিন্দেগী)
শুনেছি যাকাত উসুলকারীকে যাকাত দেয়া যায়, যানতে চাই এর অর্থ কি?
আপন বোন বা আপন ভাইকে যাকাতের টাকা দেয়া যাবে কি না?
মুসাফির ব্যক্তি কে যাকাতের টাকা দেয়া যাবে কি না?
নিজের গরীব চাকর-নওকর বা কর্মচারীকে যাকাতের টাকা দেয়া যাবে কি না?
শুনেছি যাকাত উসুলকারীকে যাকাত দেয়া যায়, যানতে চাই এর অর্থ কি?
ইসলামী রাষ্ট্র হলে তার যাকাত তহবিলের দ্বায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণকে যাকাত দেয়া যায়। আর বর্তমানে আমাদের দেশ ইসলামী দেশ না হওয়ার এ কাজে নিযুক্ত কাউকে যাকাত দেয়া যাবে না। (দেখুনঃ আহকামে জিন্দেগী)
আপন বোন বা আপন ভাইকে যাকাতের টাকা দেয়া যাবে কি না?
হ্যাঁ, আপন ভাই, বোনকে যাকাতের টাকা দেয়া যাবে। (দেখুনঃ ফাতওয়ায়ে শামী)
মুসাফির ব্যক্তি কে যাকাতের টাকা দেয়া যাবে কি না?
মুসাফির ব্যক্তি সে বাড়িতে সম্পদশালী হলেও সফরে রিক্ত হস্ত হয়ে পড়লে তাকে যাকাতের টাকা দেয়া যাবে। (দেখুনঃ ফাতওয়ায়ে শামী)
নিজের গরীব চাকর-নওকর বা কর্মচারীকে যাকাতের টাকা দেয়া যাবে কি না?
নিজের গরীব চাকর-নওকর বা কর্মচারীকে যাকাতের টাকা দেয়া যাবে। তবে এটা বেতন বাবদ কর্তন করা যাবে না। (দেখুনঃ আহকামে জিন্দেগী)
No comments: