সম্পদের যাকাত
ব্যবসার উপকরণের উপর যাকাত আসে কি না?
ব্যবসার উপকরণের উপর যাকাত আসে না। যেমন- মিল কারখানা, দোকান, উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, মেশিন, ভাড়ায় খাটানো হয় এমন বাড়ি-গাড়ি, রিকশা, সি,এন,জি, বাস, ট্রাক, লঞ্চ ইত্যাাদির উপর যাকত আসে না। (দেখুনঃ রদ্দুল মুহতার)
ব্যবসায়ী উপকরণের থেকে উৎপাদিত পণ্য ও টাকার উপর যাকাত আসবে কি না?
হ্যাঁ, ব্যবসা দ্বারা উৎপাদিত পণ্য ও উপার্জিত টাকা নেসাব পরিমাণ হলে তার উপর যাকাত ফরজ হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)
সিকিউরিটি মানি হিসেবে যে টাকা দোকান ও বাড়ির মালিক গ্রহণ করে থাকে তার দিতে হবে কি না ?
সিকিউরিটি মানি হিসেবে যে টাকা দোকান ও বাড়ীর মালিক গ্রহণ করে থাকে যদি চুক্তি অনুযায়ী প্রতিমাসে তা ভাড়া বাবদ কর্তন করা হয় তাহলে মালিকদেরকে ঐ টাকার যাকাত দিতে হবে। আর যদি তা ফেরতযোগ্য হয় অর্থাৎ- দোকান বা বাড়ি ছেড়ে দিলে তা ফেরৎ দেয়া হয় ও মলিকগণ ঐ টাকা খরচ না করে আমানত হিসেবে রাখেন তাহলে ভাড়াটিয়াকে ঐ টাকার যাকাত দিতে হবে । (দেখুনঃ ফাতহুল কাদীর)
দোকান শুরু করার সময় প্রায় এক লক্ষ টাকার মাল ছিল কিন্তু বছরের শেষে আরো যুক্ত হয়ে প্রায় পৌনে দুই লক্ষ টাকা হল কিন্তু অতিরিক্ত টাকার উপর বছর অতিক্রম হয়নি তাহলে এখন বছর শেষে কত টাকার যাকাত দিতে হবে?
অর্থ সম্পদের প্রত্যেকাঁ অংশের উপর পূর্ণ এশবছর অতিবাহিত হওয়া শর্ত নয়। কাজেই কারো কাছে যদি বছরের শুরুতে ১,০০০০০/- (এক লক্ষ) টাকা থাকে আর তা বাড়তে বাড়তে বছরের শেষে দুই লক্ষ টাকা হয়ে যায় তাহলে বছরের শেষে দুই লক্ষ টাকার যাকাত দিতে হবে। (দেখুনঃ ফতওয়ায়ে তাতারখানিয়া)
বিক্রিত পন্যের বকেয়া টাকা হস্তগত হওয়ার আগে যাকাত দিতে হবে কি না?
বিক্রিত পণ্যের বকেয়া টাকা হস্তগত হওয়ার পূর্বে যাকাত আদায় করতে হবে না। আর বকেয়া টাকা হস্তগত হওয়ার পর পেছনের বছরগুলোর যাকাতও একত্রে আদায় করতে হবে। আর যদি বকেয়া টাকা বা ঋণ ফেরৎ পাওয়ার আশা না থাকে তাহলে যাাকাত দিতে হবে না। তবে পেলে বিগত সকল বছরের যাকাত দিতে হবে। (দেখুনঃ ফতওয়ায়ে আলমগীরী)
No comments: