বিবিধ মাসআলা
মসজিদ মাদ্রাসা ইত্যাদি নির্মাণ কাজের জন্য যাকাতের টাকা দেয়া যাবে কি না?
মসজিদ, মাদরাসা বা স্কুল, কলেজ, হাসপাতাল প্রভৃতি নির্মাণ কাজের জন্য যাকাতের টাকা দেয়া যাবে না। (দেখুনঃ রদ্দুল মুহতার)
মৃত ব্যক্তির দাফন-কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ ইত্যাদি আদায়ের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যায় কি না?
মৃত ব্যক্তির দাফন-কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ ইত্যাদি আদায়ের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যায় না। (দেখুনঃ রদ্দুল মুহতার)
কোম্পানীর শেয়ারের যাকাতের হুকুম কি?
বিভিন্ন কোম্পানীর শেয়ারের যাকাতের হুকুম হল, যদি শেয়ারগুলা দাম বাড়লে বিক্রয় করে দিবে এ উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে তার পূর্ণ বাজার দরের উপর যাকাত ওয়াজিব হবে। আর যদি কোম্পানী হতে বাৎসরিক লাভ কামানোর উদ্দেশ্যে ক্রয় করা হয়, তাহলে কোম্পানীর যে পরিমাণ সম্পদ যাকাতযোগ্য (যা ব্যালেন্স শীটের সাহায্যে বের করা যাবে) শেয়ার প্রতি তা আনুপাতিক হার যা হয় শুধুমাত্র সে পরিমাণের যাকাত দিতে হবে। (দেখুনঃ ইসলাম আওর মায়িশাত ওয়া তিজারাত)
প্রফিডেন্ড ফান্ডের টাকার উপর যাকাত ওয়জিব হবে কি না?
প্রফিডেন্ড ফান্ডের টাকা হাতে আসার পর বছর অতিবাহিত হলে যাকাত ওয়াজিব হবে। কিন্তু যে টাকাটা কতৃপক্ষ বাধ্যতামূলক নয়; বরং চাকুরিজীবী স্বেচ্ছায় কর্তন করায় তার যাকাত প্রতি বছর আদায করতে হবে। (দেখুনঃ আহসানুল ফাতওয়া)
যাকাত আদায়ের ক্ষেত্রে চাঁদের মাসের হিসাব করবে? না ইংরেজী মাসের?
যাকাত আদায়ের ক্ষেত্রে চাঁদের মাস হিসেবে বছর পূর্ণ হওয়ার হিসেব করবে। এক্ষেত্রে ইংরেজী বৎসরের হিসাব ধর্তব্য নয়। (দেখুনঃ ফাতওয়ায়ে তাতারখানিয়া)
No comments: