সেহরি
সেহরী খাওয়ার হুকুম কি?
সেহরী খাওয়া সুন্নাত। হাদীস শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহি ওয়ালাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা সেহরী খাও, কেননা সেহরী খাওয়াতে বরকত রহিয়াছে। (দেখুনঃ ইবনে মাযা)
সেহরী খাওয়ার অর্থ কি?
রোযা রাখার উদ্দেশ্যে রাতের শেষাংশে কিছু খাওয়াকে সেহরী বলে। অর্ধরাতের পর থেকে সুবহে সাদেকের পূর্বপর্যন্ত সেহরী খাওয়াও বরকতপূর্ণ কাজ। সেহরী পেট ভরে খাওয়া জরুরী নয়। ক্ষুধা না থাকলে সাহরীর নিয়তে এক ঢোক পানি পান করলেও সুন্নাত আদায় হয়ে যাবে। (দেখুনঃ আদ্দুররুল মুখতার)
রাতের কোন সময়ে সাহরী খাওয়া উত্তম?
সাহরী যথাসম্ভব দেরী করে খাওয়া অর্থাৎ- সুবহে সাদেকের কাছাকাছি সময়ে খাওয়া মুস্তাহাব। তবে এতো দেরী করে সাহরী খাওয়া মাকরূহ যাতে সুবহে সাদেক হয়ে যাওয়া আশংকা হয়। (দেখুনঃ ফাতওয়াযে আলমগীরী)
সাহরীর সময় আছে মনে করে খেতে থাকল, পরে জানা গেল সময় ছিলনা তাহলে রোযা হবে কি না, না হলে পুরো দিন কি করবে?
সাহরীর সময় আছে মনে করে পানাহার করল অথচ পরে জানা গেল যে, তখন সাহরীর সময় ছিল না, তাহলে রোযা হবে না;তবে সারাদিন তাকে রোযাদারের ন্যায় থাকতে হবে এবং রমযানের পর ঐ দিনের রোযা কাযা করতে হবে। (দেখুনঃ ফাতওয়াযে আলমগীরী)
No comments: