Saturday, May 17 2025

রোজার মাকরুহ বিষয়


রোযায় কোন কিছু চাবানো যাবে কি না?
বিনা ওযরে কোন কিছু চিবানো বা জিহ্বাতে লাগানো যদিও তার স্বাদ গলাতে অনুভব না হয়, তবুও মাকরূহ। কিন্তু বাচ্চাদের জন্য অনন্যপায় হলে খানা চিবিয়ে দেয়া বা স্বামী বদমেজাজী হলে জিহ্বার অগ্রভাগ দিয়ে তরকারীর লবণ চেখে দেখা জায়েয আছে। (দেখুনঃ ফাতওয়ায়ে তাতারখানিয়া)

রোযাবস্থায় টুথ পাউঢার, মাজন, কয়লা ইত্যাদি ব্যবহার করা যাবে কি না?
রোযাবস্থায় টুথ পাউঢার, মাজন কয়লা ইত্যাদি ব্যবহার করা মকিরূহ। কিন্তু এগুলো গলায় পৌছলে রোযা ভেঙ্গে যাবে। (দেখুনঃ ইমদাদুল ফাতওয়া)

রোযাবস্থায় গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন নেয়া যাবে কি না?
শরয়ী ওজর ছাড়া রোযাবস্থায় গ্লুকোজ জাতীয় ইঞ্জেকশন (যা খাদ্যের কাজ দেয়) নেয়া মাকরূহ। (দেখুনঃ জাওয়াহিরুল ফিকহ)

রোযাবস্থায় স্বামী-স্ত্রী বিবস্ত্র হয়ে আলিঙ্গন করা যাবে কি না?
উলঙ্গ অবস্থায় স্বামী-স্ত্রী পরস্পরে আলিঙ্গণ করা বা জড়িয়ে ধরা রোযা অবস্থায় সবসময় মাকরূহ। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

রোযাবস্থায় অপবিত্র থাকলে রোযার কোন ক্ষতি হবে কি না?
রোযাবস্থায় দিনের বেশিরভাগ সময় অপবিত্র থাকা মাকরূহ। (দেখুনঃ জাওয়াহিরুল ফিকহ)

No comments:

Powered by Blogger.