Breaking News
recent

ইফতার


ইফতার কখন করা ভাল?
সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মোস্তাহাব। বিলম্বে ইফতার করা মাকরূহ। (দেখুনঃ রদ্দুল মাহতার)

মেঘের দিনে কখন ইফতার করবে?
মেঘের দিনে কিছু দেরী করে ইফতার করা ভাল। মেঘের দিনে ঈমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গিয়েছে বলে সাক্ষ্য না দেয়া পর্যন্ত ছবর করা ভার। শুধু ঘড়ি বা আযানের উপর নির্ভর করা ভাল নয়, কারণ তাতে ভুলও হতে পারে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

প্রথমে কি দিয়ে ইফতার করা উত্তম?
সবচেয়ে উত্তম হল, খোরমার দ্বারা ইফতার করা, তারপর কোন মিষ্টি জিনিস দ্বারা, তারপর পানি দ্বারা। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

ইফতারের সময় কি দোয়া পড়বে?
ইফতার করার পূর্বে নিম্নোক্ত দু‘আ পাঠ করবে। দু‘আ পাঠ করা মুস্তাহাব। اَلّهُمَّ لَكَ صُمْتُ وَعَلى رِزْقِكَ أَفْطَرْتُ. (দেখুনঃ আহকামে জিন্দেগী)

ইফতারের সময় হয়েছে মনে করে ইফতার করার পর প্রকাশ পেল এখনো সময় বাকী এখন কি হবে ?
প্রশ্নোক্ত অবস্থায় তার ঐ রোযা হবে না। তাকে ঐ রোযাটি পুনরায় কাযা করে নিতে হবে। (দেখুনঃ খুলাসাতুল ফাতওয়া)

No comments:

Powered by Blogger.