Breaking News
recent

চাদের বিবরণ


চাঁদদেখা কমিটির ঘোষণা অনুযায়ী রোযা ও ঈদ করা যাবে কি না?
২৯ শাবান বা রামযান যদি আকাশ পরিস্কার না থাকে তাহলে নি¤œলিখিত শর্তানুযায়ী চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী রোযা রাখা, ঈদ করা যাবে। এক. ঘোষণার দিনটি এমন হতে পারবে না যাতে মাসের হিসাব ২৮ দিনের বা ৩১ দিনের হয়ে যায়। দুই. চাঁদ দেখা কমিটির সদস্যদের প্রত্যেকেই আলেম (শরীয়ত সম্বন্ধে অভিজ্ঞ) এবং বিশ্বস্ত হতে হবে। (দেখুনঃ কুদুরী)

যৌতিস্ক বিদ্যান ব্যক্তি তারকার হিসাবে চাঁদের খবর দিলে তা গহণযোগ্য হবে কি না?
না, চাঁদ একমাত্র দেখার সাথে সম্পর্ক। তা কোন বিদ্যানের হিসাবের সাথে সম্পর্কীত নয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

যদি কোন কারণে সূর্য ঢলার পূর্বে বা পরে চাঁদ দেখা যায় তাহলে তার উপর নির্ভর করে রোযা বা ঈদ করা যাবে কি না?
না, সূর্য ঢলার পূর্বের বা পরের দেখা চাঁদের উপর নির্ভর করে রোযা বা ঈদ করা যাবে না। এই চাঁদ পূর্বের দিনের চাঁদ। তা পরবর্তি দিনের নয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

সারা দেশের কেউ চাঁদ দেখেনি কিন্তু একজন চাঁদ দেখেছে। কিন্তু তার স্বাক্ষী গ্রহণ করা হয়নি। এখন তার কি করণীয়?
এমন ব্যক্তি নিজে রোযা রাখবে। সে যদি রোযা ভেঙ্গে ফেলে তাহলে পরবর্তীতে তাকে ঐ রোজা কাযা করতে হবে। কাফফারা দিতে হবে না। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

বিদেশে কেউ রোযা পূর্ণ করে বাংলাদেশে এসে দেখল আঠাশটা হয়েছে বা বাংলাদেশ থেকে আঠাশটা করে বিদেশে গিয়ে দেখল ঈদ হচ্ছে তাহলে সে কি করবে?
এমন ব্যক্তি বিদেশে গিয়ে সবার সাথে ঈদ করবে। পরবর্তীতে একটি রোযা কাযা করে নিবে। আর বিদেশী ব্যক্তি দেশে এসে আরো একটা রোযা রাখবে ও সকলের সাথে ঈদ করবে। (দেখুনঃ আল-কাউসার)

No comments:

Powered by Blogger.