Breaking News
recent

সাহু সিজদা



নামাযে কী কারণে সাহু সিজদা ওয়াজিব হয় ?


নামাযে ওয়াজিবগুলোর মধ্যে কোন একটি বা কয়েকটি ভুলে ছুটে গেলে বা বিলম্ব করলে বা কোন ওয়াজিবকে ডবল করলে বা কোন রোকন বিলম্বে করলে বা পূর্বে করলে বা দুবার করলে সাহু সিজদা ওয়াজিব হয়। (দেখুনঃ ফাতওয়ায়ে হিন্দিয়া)

সাজদায়ে সাহু করার নিয়ম কি ?
সাজদায়ে সাহু করার নিয়ম হল, শেষ রাকআতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু…) পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মত দুটো সাজদা করে আবার তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাছুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। (দেখুনঃ ফাতওয়ায়ে হিন্দিয়া)

সাজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সাজদায়ে সাহু করলে নামাযের ক্ষতি হবে কি না ?
নামাযের ভিতর সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি কেউ খামাখা ইচ্ছাকৃতভাবে সিজদায়ে সাহু করে তাহলে তার নামায মাকরূহে তাহরীমীর সাথে আদায় হবে। আর যদি কেউ এ ধারণার উপর সিজদায়ে সাহু করে যে, তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে অথচ বাস্তবে এরূপ ভুলের কারণে সিজদা ওয়াজিব হয় না, তাহলে তার নামায মাকরূহ হবে না। বরং মনের সন্দেহ দূরিভূত করতে এ অবস্থায় সিজদায়ে সাহু করাটাই উত্তম। (দেখুনঃ রদ্দুল মুহতার)

ফরজ নামাযের প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকআতে সূরা মিলানো ভুলে গেলে কি করবে ?
ফরজ নামাযের প্রথম রাকআতে বা দ্বিতীয় রাকআতে সূরা মিলানো ভুলে গেলে শেষের রাকআতে সূরা মিলিয়ে নিবে ও নামায শেষে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিলে নামায সহীহ হয়ে যাবে। (দেখুনঃ ফাতওয়ায়ে হিন্দিয়া)

মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামায হবে কি না ?
মাসবুক ব্যক্তি যদি ইমামের “আস্ সালাম” শব্দের সাথে সাথে সালাম ফিরায় তাহেল তার উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে না। আর যদি ইমামের সালামের পর মাসবুক সালাম ফিরায় তাহলে তার উপর সাজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। নামায শেষে তাকে সাজদায়ে সাহু করে নামায শেষ করতে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

No comments:

Powered by Blogger.