Breaking News
recent

রাব্বানা লা তুযিঘ কুলুবানা বা-দা ইয



রাব্বানা লা তুযিঘ কুলুবানা বা-দা ইয

সূরা আল-ইমরান, আয়াতঃ ৮

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
উচ্চারণ
রাব্বানা লা তুযিঘ কুলুবানা বা-দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিল্লাযুনকা রাহমাহ ইন্নাকা আন্তাল ওয়াহাব
অর্থ
হে আল্লাহ! তুমি আমাদেরকে তোমার দেখানো পথ থেকে পথভ্রষ্ট হতে দিও না এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয়ই আপনি দানশীল।

ফযিলত
হযরত আয়শা (রাঃ) হতে বর্ণিত, রাসুল্লুল্লাহ (সাঃ) সকালে ঘুম থেকে উঠেই এই দোয়া করতেন।

1 comment:

Powered by Blogger.