নামাযে মাকরুহ বিষয়াদি
কাদেঁ রুমাল নিয়ে নামায পড়া যাবে কি না?
শরীরে চাদর না জড়িয়ে উভয় কাঁধে লটকিয়ে ছেড়ে দেয়া তেমনি রুমাল, মাফলার, তোয়ালে ইত্যাদি কাঁধে লটকিয়ে ছেড়ে দেয়া মাকরুহ। (দেখুনঃ রদ্দুল মুহতার)
সাধারণ কাপড়ে নামায পড়তে কোন অসুবিধা আছে কি না ?
এমন কাপড় পরিধান করে নামায পড়া যে কাপড় পরে বাজারে অথবা সভা-সমিতিতে যাওয়া অপছন্দনীয় বোধ হয় তা মাকরুহ। (দেখুনঃ রদ্দুল মুহতার)
কোন প্রাণীর ছবি যুক্ত কাপড় পরিধানরত অবস্থায় নামায পড়া যাবে কি না ?
কোন প্রাণীর ছবি যুক্ত কাপড় পরিধানরত অবস্থায় নামায পড়া মাকরুহ। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)
সিজদারত অবস্থায় মাটি থেকে পা উঠে গেলে কোন ক্ষতি হবে কি না ?
সিজদারতবস্থায় আঙ্গুল যদি কিছু সময়ের জন্য যমীন থেকে উঠে যায় এবং উঠার পরেই আবার যমীনের সাথে মিলিয়ে নেয় তাহলে তাতে নামায ভঙ্গ হবে না। তবে মাকরুহ হবে। কেননা, পূর্ণ সময় উভয় পা যমীনে রাখা এবং কিবলামুখী করে রাখা সুন্নাতে মুআক্কাদা। ( দেখুনঃ ফাতওয়ায়ে তাতারখানিয়া)
নামাযে আঙ্গুল নাড়াচাড়া করলে নাকি নামায ভেঙ্গে যায়। তা সহীহ কি না ?
না, এটা একটা প্রচলিত ভুল কথা। নামাযের মধ্যে পায়ের বুড়ো আঙ্গুল নড়াচড়া করলে তাতে নামায নষ্ট হয় না। কিন্তু বিনা প্রয়োজনে নামাযের মধ্যে এরকম করা উচিত নয়। নামযে স্থির থাকা নামাযের আদব। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)
No comments: