জুম'আ এর নামায
জুমা ওয়াজিব হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে ?
জুমা ওয়াজিব হওয়ার শর্তগুলো হল- স্বধীন হওয়া পুরুষ হওয়া মুকিম হওয়া (মুসাফির না হওয়া) সুস্থ হওয়া চলার ক্ষমতা থাকা দৃষ্টি সম্পন্ন হওয়া। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)
জুমার দিন মহিলারা কি পড়বে ?
জুমার দিন মহিলারা যোহরের নামায আদায় করবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)
মুসাফির ব্যক্তি যদি জুমা আদায় করে তাহলে তা আদায় হবে কি না?
হ্যাঁ, মুসাফির ব্যক্তি যদি জুমা আদায় করে তাহলে তা আদায় হয়ে যাবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)
জুমার খুৎবা শুনার হুকুম কি ?
জুমার খুৎবা মনোযোগের সাথে শ্রবণ করা ওয়াজিব। এসময় অন্য যে কোন কাজ কর্ম, কথা বলা এমনকি নামায পড়াও কবীরা গুনাহ্। (দেখুনঃ ফাতহুল কাদীর)
জুমার খৎবা চলাকালে টাকা কালেকশন করা ?
জুমার দিন ইমাম যখন খুৎবার জন্য মিম্বারে বসেন তখন থেকে খুৎবা শুনা ছাড়া সকল প্রকার কাজ কর্ম নাজায়েয। তাই এসময় টাকা কালেকশন করা, বাক্র চালানো নাজায়িয ও হারাম। (দেখুনঃ ফাতওয়ায়ে শামী)

No comments: