নামায ভঙ্গের কারন
ভুলে বা ইচ্ছা করে কথা বললে নামায ভঙ্গ হবে কি না ?
হ্যাঁ, ভুলে বা ইচ্ছা করে কথা বললে নামায ভেঙ্গে যাবে। ঐ নামায পুনরায় পড়তে হবে। (সূত্রঃ রদ্দুল মুহতার)
নামাযের মধ্যে দেখে কুরআন পাঠ করা যাবে কি না ?
না, নামাযের মধ্যে দেখে দেখে কুরআন পাঠ করা যাবে না। এতে নামায ভেঙ্গে যাবে। (সূত্রঃ রদ্দুল মুহতার)
নামাযে মোবাইল ফোন বেজে উঠলে তা দেখে দেখে হাত দ্বারা বন্ধ করা যাবে কি না ?
এভাবে মোবাইল নামাযে বন্ধ করলে নামায নষ্ট হয়ে যাবে। তবে যদি না দেখে শুধু হাত দ্বারা আন্দাজ করে বন্ধ করে তহলে নামায নষ্ট হবে না। (দেখুনঃ মাসায়েলে মোবাইল)
নামাযে লুঙ্গী খুলে যাওয়ার ফলে তা দু’হাত দ্বারা পরে নিলে নামাযের কোন ক্ষতি হবে কি না?
নামাযে লুঙ্গী দু’হাত দ্বারা পরে নিলে নামায নষ্ট হয়ে যাবে। (দেখুনঃ খুলাসাতুল ফাতওয়া)
নামযে সতর খুলে গেলে নামায ভঙ্গ হবে কি না?
নামাযে এক চতুর্থাংশ ছতর এতটুকু সময় খুলে রাখলে নামায ভঙ্গ হয়ে যাবে, যতক্ষণে তিনবার সুবহানাল্লাহ বলা যায়। (দেখুনঃ ফতহুল কাদীর)
No comments: