রাসূলের আনুগত্যে সাহাবীগণ (রাযি.
রাসূলের আনুগত্যে সাহাবীগণ (রাযি.
হাফিয আবুল কাছেম তাবরানী (রহ.) তাঁর সনদে হযরত জারীর ইবনে আব্দুল্লাহ (রাযি.) এর একটি জ্ঞানগর্ভ ও শিক্ষনীয় ঘটনা বর্ণনা করেন। একবার তিনি গোলামকে বাজারে পাঠালেন একটি ঘোড়া খরীদ করার জন্য। গোলাম বাজারে গিয়ে ঘোড়া তিনশত দেরহামের বিনিময়ে খরীদ করে বিক্রেতাকে হযরত জারীরের (রাযি.) নিকট নিয়ে আসল মূল্য পরিশোধের জন্য।
হযরত জারীর (রাযি.) কে ঘোড়ার নির্ধারণ করা মূল্য শুনানো হল এবং তাঁর সামনে ঘোড়াও পেশ করা হল। তিনি ঘোড়াটি পর্যবেক্ষণ করে বিক্রেতাকে বললেন-তোমার এ ঘোড়া তিনশ দেরহামের চাইতেও বেশি মূল্যের অতএব, তুমি কি চারশ দেরহামে বিক্রি করবে? হযরত জারীর (রাযি.) পুনরায় তাকে বললেন- তোমার ঘোড়া চারশ’র চাইতেও অধিক মূল্যের সুতরাং তুমি পাঁচশ দেরহামে বিক্রি করবে? লোকটি বলল-আমি সম্পূর্ণ রাজী। এভাবে হযরত জারীর (রাযি.) একশত একশত করে কয়েক ধাপে ঘোড়ার মূল্য উঠাতে লাগ্লেন। পরিশেষে আটশ দেরহামের বিনিময়ে ঘোড়া খরিদ করলেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন–লোকটি যেখানে তিনশ’ দেরহামে রাজি ছিল, সেখানে আপনি আটশত দেরহামে খরিদ করে কেন ইচ্ছাকৃত নিজের লোকসান করলেন। জবাবে হযরত জারীর (রাযি.) বললেন- বিক্রেতা লোকটি ঘোড়ার আসল মূল্য সম্পর্কে অবগত নয়। আমি তাঁর হিতাকাঙ্খী ও মঙ্গলকামী হিসাবে যথার্থ মূল্য পরিশোধ করেছি। কেননা, নবীয়ে কারীম (সা.) আমার অঙ্গিকার নিয়েছেন, যেন প্রত্যেক মুসলমানের মঙ্গল কামনা করি। আমি সে ওয়াদা পূর্ণ করলাম।
No comments: