Wednesday, May 28 2025

রাব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া



রাব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া

সূরা ইব্রাহীম, আয়াতঃ ৩৮

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
উচ্চারণ
রাব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল-লাহি মিন শাইয়িন ফিল-আরদি ওয়া লা ফিস-সামা
অর্থ
হে আল্লাহ্‌! নিশ্চয়ই আমাদের প্রকাশ্যে এবং গোপনে করা সকাল কৃতকর্মই আপনার জানা। আল্লাহ্‌র কাছে এই দুনিয়ার এবং আখিরাতের কোন কিছুই গোপন নয়।
ফযিলত
১। হযরত ইব্রাহীম (আঃ) এই দোয়াটি করেছিলেন।
২। ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, হযরত ইব্রাহীম (আঃ) যখন হযরত ইসমাইল (আঃ) এবং তাঁর মাকে মরুভুমিতে রেখে আসছিলেন তখন মনের দুঃখ প্রকাশ করতে গিয়ে এই দোয়া করেছিলেন। (তাফসীর মাযহারি)

No comments:

Powered by Blogger.