নযীর বিহীন খোদাভীতি
নযীর বিহীন খোদাভীতি
হযরত রিবঈ ইবনে খারাশ (রাযি.) একজন শীর্য পর্যায়ের তাবেঈ ছিলেন। তাঁর একটি গুন হল তিনি কখনো মিথ্যা কথা বলেননি। তিনি একবার ঘোষণা করলেন, আমি আখেরাতে আমার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত হাসবনা। ঘোষনা মোতাবেক তিনি সারা জীবনে একবারও হাসেননি। মৃত্যুর সময় কেবল তাঁকে হাসতে দেখা গিয়েছিল। তাঁর একভাই ছিল রবী ইবনে খারাশ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন-জান্নাত কি জাহান্নামের তাঁর অবস্থান এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পূর্বে তিনি হাসবেন না । মৃত্যুরপর তাঁর গোসলদাতাগণ বর্ণনা করেন–আমরা যতক্ষণ তাকে গোসল দিচ্ছিলাম, ততক্ষণ তিনি একাধারে হাসছিলেন। উভয় বুযুর্গের আরেক ভাইর নাম ছিল মাসউদ। তিনি মৃত্যুর কথা বলেছিলেন। গোটা পরিবারটাই যেন সোনায় সোহাগা।
No comments: