Breaking News
recent

নোলক -আল মাহমুদ

নোলক -আল মাহমুদ

আমার মায়ের সোনার নোলক
হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা
বাংলাদেশে।
নদীর কাছে গিয়েছিলাম, আছে
তোমার কাছে?
-হাত দিওনা আমার শরীর ভরা
বোয়াল মাছে।
বললো কেঁদে তিতাস নদী হরিণ
বেড়ের বাঁকে
শাদা পালক বকরা যেথায় পাখ
ছড়িয়ে থাকে।
জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম
বনের দিক
সবুজ বনের হরিৎ টিয়ে করে রে
ঝিকমিক
বনের কাছে এই মিনতি, ফিরিয়ে
দেবে ভাই,
আমার মায়ের গয়না নিয়ে ঘরকে
যেতে চাই।…

No comments:

Powered by Blogger.