নামাযের কতিপয় সুন্নত
নামাযের কতিপয় সুন্নত
নামাযের কতিপয় সুন্নত
১।মাসআলাঃ তকবীরে তাহরীমা বলিবার সঙ্গে (কিঞ্চিত পূর্বে) উভয় হাত পুরুষদের কান পযন্ত এবং মেয়েদের কাধ পযন্ত উঠান সুন্নত, ওযরবশতঃ পুরুষগণও যদি কাধ পযন্ত উঠায় তাহাতেও কোন ক্ষতি নাই।
২।মাসআলাঃ তকবীরে তাহরীমা বলা মাত্রই সঙ্গে সঙ্গে (হাত না ঝুলাইয়া) উভয় হাত বাঁধিয়া লওয়া সুন্নত, পুরুষের জন্য নাভির নিচে বাঁধা সুন্নত এবং স্ত্রীলোকের জন্য বুকের উপর বাঁধা সুন্নত।
৩।মাসআলাঃ পুরুষের হাত বাধিবার সময় বাম হাতের পাতার পৃষ্ঠের উপর ডান হাতের পাতার বুক রাখিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠার দ্বারা বাম হাতের কব্জি ধরা এবং ডান হাতের মধ্যের তিন আঙ্গুল ডান হাতের কব্জির উপর বিছাইয়া রাখা সুন্নত। (স্ত্রীলোকগণ শুধু বাম হাতের পাতার পিঠের উপর ডান হাতের পাতার বুক রাখিয়া দিবে। অঙ্গুলির দ্বারা কব্জি ধরিবে না বা অঙ্গুলি বিছাইবে না।
৪।মাসআলাঃ ইমাম এবং মোনফারেদের জন্য সূরা ফাতেহা খতম হইলে সবসময় আস্তে ‘আমিন’ বলা সুন্নত এবং জাহরিয়া নামায হইলে ইমামদের সঙ্গে সঙ্গে মুক্তাদীর জন্যও আস্তে ‘আমিন’ বলা সুন্নত (আস্তের অর্থ নিজে যেন শুনিতে পায়)।
৫।মাসআলাঃ পুরুষদের জন্য রুকুর অবস্থায় ভালমত ঝুকিয়া যাওয়া, যেন মাথা,পিঠ,চোতড় এক বরাবর (হয় এইরুপভাবে) ঝুকিয়া যাওয়া সুন্নত।
৬।মাসআলাঃ পুরুষের জন্য রুকুর মধ্যে হাত পার্শ্বদেশ হইতে পৃথক রাখা সুন্নত। ক্বওমার মধ্যে ইমামের শুধু ‘সামিয়াল্লাহু লিমান হামিদাহ’ বলা, মুক্তাদীর জন্য শুধু ‘রাব্বানা লাকাল হাম্দ’ বলা এবং মোনফারেদের উভয়টা বলা সুন্নত।
৭।মাসআলাঃ পুরুষের সজদার মধ্যে পেট হাঁটু হইতে পৃথক রাখা এবং কনুই পার্শ্বদেশ হইতে পৃথক রাখা এবং হাতের বাহু জমিন হইতে উঠাইয়া রাখা সুন্নত।
৮।মাসআলাঃ উভয় বৈঠকের মধ্যে পুরুষগণ ডান পায়ের অঙ্গুলিগুলি ক্বেবলার দিকে মোড়াইয়া রাখিয়া তাহার উপর ভর দিয়া পাতা সোজা রাখিয়া বাম পায়ের পাতা বিছাইয়া তাহার উপর বসিবে এবং উভয় হাত রানের উপর এমনভাবে রাখিবে, যেন অঙ্গুলিগুলি হাঁটু পযন্ত লম্বা ভাবে বিছান থাকে, ইহা সুন্নত। স্ত্রীলোকদের জন্য ডান পায়ের নীচে দিয়া, বাম পা ডান দিক দিয়া বাহির করিয়া উভয় পা বিছাইয়া রাখিয়া বাম চুতরের উপর ভর দিয়া বসা সুন্নত।
৯।মাসআলাঃ ইমামের উচ্চস্বরে সালাম ফিরান সুন্নত (যেন মুক্তাদী শুনিতে পায়)।
১০।মাসআলাঃ ইমামের জন্য সালামের জন্য সমস্ত মুক্তাদীকে এবং সঙ্গের ফেরেশতাগণকে সালাম করার নিয়্যত করা সুন্নত। মুক্তাদীর জন্য সালামের মধ্যে সমস্ত মুছল্লীকে এবং সঙ্গের ফেরেশতাকে এবং ইমামকে সালাম করার নিয়্যত করা সুন্নত। ইমাম যদি ডান দিকে থাকে, তবে ডান দিকে সালাম ফিরাইবার সময়, যদি বাম দিকে থাকে, তবে বাম দিকে সালাম ফিরাইবার সময় এবং যদি সামনাসামনি থাকে, তবে উভয় দিকে সালাম ফিরাইবার সময় ইমামকে সালাম করার নিয়্যত করা সুন্নত।
১১।মাসআলাঃ তকবীরে তাহরীমা বলিবার সময় পুরুষদের জন্য আস্তীন এবং চাদর হইতে হাত বাহির করিয়া হাত উঠান সুন্নত।
No comments: