Breaking News
recent

মুমিনের গুনাবলী ১১-১৫

১১. নিন্দুকের নিন্দাকে পরওয়া করে নাঃ

وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ

যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করবেনা (সুরা মায়েদা ৫৪)

১২. কক্ষনোই মিথ্যা কথা বলবে নাঃ

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ

নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে

১৩. আমানতের খিয়ানত করবে না।

১৪.প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে।

وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا

যারা অংগীকার করে তা পূর্ণ করবে (সুরা বাকারা ১৭৭)

১৫.পরিপুরন ভাবে যাকাত আদায় করবে।

وَآتَى الزَّكَاةَ

যাকাত দান করবে (সুরা বাকারা ১৭৭)

No comments:

Powered by Blogger.