Breaking News
recent

মুমিনের গুনাবলী ১৬-২০

১৬.ইয়াতিমের হক নষ্ট করবে না।

وَآتُوا الْيَتَامَىٰ أَمْوَالَهُمْ

এতিমদেরকে তাদের ধন-সম্পদ ফিরিয়ে দাও৷ (সুরা নিসা ২)

১৭. রাস্তায় অবস্থান রতদের সাহায্য করবে।

সুরা বাকারা ১৭৭ নম্বর আয়াত দেখুন।

১৮. কাফিরদের সাথে শক্ত দিল আর মুমিনদের সাথে সৌহার্দপূর্ণ আচরন করবে।

أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ

মুহাম্মাদ আল্লাহর রসূল৷ আর যারা তাঁর সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন ৫২ এবং নিজেরা পরস্পর দয়া পরবশ৷ (সুরা ফাতহ ২৯)

১৯.মানুষের ভুল ভ্রান্তিকে ক্ষমা করবে।

وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ

অন্যের দোষ –ক্রটি মাফ করে দেয়৷ (সুরা আলে ইমরান ১৩৪)

২০. সর্বাবস্থায় কেবল মাত্র আল্লাহতালার উপরেই নির্ভর করবে।

No comments:

Powered by Blogger.