Breaking News
recent

মুমিনের গুনাবলী ৬-১০

৬. পিতা মাতার প্রতি উফ শব্দও করবে নাঃ

فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ

তাদেরকে “উহ্‌” পর্যন্তও বলো না (সুরা ইসরা ২৩)

৭. অযথা এবং বাজে কাজথেকে দূরে থাকবেঃ

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ

বাজে কাজ থেকে দূরে থাকে। (সুরা মুমিনুন ৩)

৮. জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে।

৯. কক্ষনোই ধারণা করে কাজ করবে নাঃ

وَقَالُوا مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَا إِلَّا الدَّهْرُ ۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ ۖ إِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ

এরা বলে : জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ার এই জীবনই৷ আমাদের জীবন ও মৃত্যু এখানেই এবং কালের বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না৷ প্রকৃতপক্ষে এ ব্যাপারে এদের কোন জ্ঞান নেই৷ এরা শুধু ধারণার বশবর্তী হয়ে এসব কথা বলে৷(সুরা জাসিয়া ২৪)

১০. মূর্খদের সাথে কক্ষনো তর্ক করে নাঃ

وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا

মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে সালাম বলে দেয় (সুরা ফুরকান ৬৩)

No comments:

Powered by Blogger.