Breaking News
recent

মুমিনের গুনাবলী ১-৫

১. আল্লাহ তালার নাম নিলে ভয়ে অন্তর কেঁপে উঠবেঃ

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

সাচ্চা ঈমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে৷ আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় ২ এবং তারা নিজেদের রবের ওপর ভরসা করে৷ (সুরা আনফাল ২)

২. আল্লাহ তালার সাথে কক্ষনো শিরক করবে নাঃ

لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ

তারা আল্লাহ ছাড়া আর কোন উপাস্যকে ডাকে না। (সুরা ফুরকান ৬৮)

৩. জিনা করবে নাঃ

وَلَا يَزْنُونَ

ব্যভিচার করে না৷(সুরা ফুরকান ৬৮)

৪. নিজেদের লজ্জা স্থানের হেফাজত করেঃ

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ

নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। (সুরা মুমিনুন ৫)

৫. খুশু সহকারে নামাজ আদায় করেঃ

الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

যারাঃ নিজেদের নামাযে বিনয়াবনত হয়,

وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ

এবং নিজেদের নামাযগুলো রক্ষণাবেক্ষণ করে, ( সুরা মুমিনুন ২, ৯)

No comments:

Powered by Blogger.