ছালাতুল হাজত (বর্ধিত)
ছালাতুল হাজত (বর্ধিত)
ছালাতুল হাজত (বর্ধিত)
মাসআলাঃ যখন কেহ কোন অভাবে বা বিপদে পড়ে বা কাহারো মনে কোন আশা-আকাঙ্খা থাকে, তখন তাহার সর্বাগ্রে খোদার দিকে রুজু হওয়া উচিত। তারপর কাজ সাধ্যের মধ্যে হইলে যথোচিত চেষ্টা করিবে এবং ফলের জন্য খোদার রহমতের উপর নির্ভর করিবে; প্রথমে ওযূ করিয়া খুব মনোযোগের সহিত দুই রাকা’আত নামায পড়িবে, নিজের গোনাহর জন্য মাফ চাহিবে, তারপর আল্লাহর প্রশংসা করিবে [আরবি] পড়েলেও আল্লাহর প্রশংসা হইবে) এবং দুরূদ শরীফ পড়িয়া নিম্নের এই দো’আটি কয়েকবার কায়মনোবাক্যে পড়িবে।
[আরবি]
এবং নিজের যে কোন মকছুদ থাকে, তাহা আল্লাহর কাছে চাহিবে। ইনশাআল্লাহ মনোবাঞ্ছা পূর্ণ হইবে।
সফরে নফল নামায (গওহর)
১।মাসআলাঃ সফরে যাইবার সময় দুই রাকা’আত নামায পড়িয়া বাড়ি হইতে বাহির হইবে, যখন সফর হইতে দেশে ফিরিবে, তখন আগে মসজিদে গিয়া দুই আকা’আত নামায পড়িবে। তারপর বাড়ি যাইবে, এইরূপ করা মোস্তাহাব।
হাদীসঃ হযরত (দঃ) ফরমাইয়াছেন, ‘যে সফরে যাইবার সময় দুই রাকা’আত নামায পড়িয়া ঘরে রাখিয়া যাইবে, তাহা অপেক্ষা উত্তম পুঁজি আর নাই।’
হাদীসঃ নবী আলাইহিসসালাম সফর হইতে বাড়ি আসিলে ‘আগে মসজিদে গিয়া দুই রাকা’আত নামায পড়িতেন, তারপর বাড়ির মধ্যে যাইতেন।’
২।মাসআলাঃ সফরের মধ্যে যদি কোন স্থানে কিছুকাল অবস্থান করার ইচ্ছা থাকে, তবে সেখানে বসার পূর্বে দুই রাকা’আত নামায পড়া মোস্তাহাব।
No comments: