ছালাতুত তওবা
ছালাতুত তওবা
ছালাতুত তওবা
১।মাসআলাঃ ঘটনাক্রমে যদি কোন কাজ বা কথা শরীঅত বিরোধী হইয়া পড়ে, তবে তৎক্ষণাৎ ওযূ করিয়া দুই রাকা’আত নামায পড়িয়া আল্লাহর নিকট খুব কাঁদাকাটি করিবে এবং ক্ষমা চাহিবে এবং ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করিবে যে, এরূপ অন্যায় আর কখনও করিবে না। ইহাই তওবা। এইরূপ তওবা করিলে আশা করা যায় যে, আল্লাহ্ পাক গোনাহ মাফ করিয়া দিবেন। (আন্তরিক প্রতিজ্ঞা সত্ত্বেও যদি কখনও আবার গোনাহ হইয়া যায়, তবে আবার ঐরূপ তওবা করিবে। কোন ওযরবশতঃ তৎক্ষণাৎ তওবা করিতে না পারিলে দিনের গোনাহর জন্য রাত্রে কাঁদিয়া কাটিয়া তওবা করিবে। খোদা দয়ালু, ক্ষমাশীল। তিনি নিজ গুণে গোনাহ মাফ করিয়া দিবেন।)
No comments: