হজ্জের ফরজ কয়টি?
হজ্জের ফরজ কয়টি?
হজ্জের ফরজ তিন টি।
হজ্জের প্রথম ফরজটি কি?
হজ্জের প্রথম ফরজটি হল, মীকাত হতে ইহরাম বাধা।
হজ্জের দ্বিতীয় ফরজটি কি?
হজ্জের দ্বিতীয় ফরজটি হল, ৯ই যিলহজ্জ তারিখ যোহরের পর হতে ১০ই যিলহজ্জ সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত ওকূফে আরাফা তথা আরাফার প্রান্তরে আবস্থান করা।
হজ্জের তৃতীয় ফরজটি কি?
হজ্জের তৃতীয় ফরজটি হল, ১০, ১১ বা ১২ যিলহজ্জ তারিখ সূর্যাস্তের পূর্বে কা’বা শরীফের তওয়াফে যিয়ারত করা।
No comments: