হজ্জের ওয়াজিব কয়টি?
হজ্জের ওয়াজিব কয়টি?
হজ্জের ওয়াজিব হল পাঁচটি।
হজ্জের প্রথম ওয়াজিবটি কি?
হজ্জের প্রথম ওয়াজিবটি হল, ৯ই যিলহজ্জ তারিখ সূর্যাস্তের পর থেকে পরবর্তী বাদ ফজর সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে মুযদালিফার প্রান্তরে অবস্থান করা।
হজ্জের দ্বিতীয় ওয়াজিবটি কি?
হজ্জের দ্বিতীয় ওয়াজিবটি হল, সাফা-মারওয়া পাহাড় দু’টির মাঝখানে সাঈ করা।
হজ্জের তৃতীয় ওয়াজিবটি কি?
হজ্জের তৃতীয় ওয়াজিবটি হল, মিনাতে রমী করা অর্থাৎ শয়তানের উদ্দোশ্যে কংকর মারা।
হজ্জের চতুর্থ ওয়াজিবটি কি?
হজ্জের চতুর্থ ওয়াজিবটি হল, ইহরাম খোলার জন্য মাথা মুন্ডানো বা ছাটানো।
হজ্জের পঞ্চম ওয়াজিবটি কি?
হজ্জের পঞ্চম ওয়াজিবটি হল, বিদায়ী তওয়াফ করা (মীক্বাতের বাহিরের বাসিন্দাদের জন্য)।
No comments: