Breaking News
recent

জমা’আত তরক করার ওযর ১৪টি

জমা’আত তরক করার ওযর ১৪টি
১।গুপ্তাঙ্গ (নাভি হইতে হাঁটু পর্যন্ত) ঢাকিবার পরিমাণ কাপড় না থাকিলে।
২।মসজিদের পথে যদি এমন কাঁদা থাকে যে, চলিতে কষ্ট হয়। কিন্তু ইমাম আবু ইউছুফ (রঃ) ইমাম আবূ হানিফা (রঃ) এর নিকট জিজ্ঞাসা করিলেন, রাস্তায় কাঁদা পানি থাকিলে (জমা’আতে যাওয়া) সম্বন্ধে আপনার কি মত? ইমাম ছাহেব বলিলেন, জমা’আত তরক করা আমার পছন্দ হয় না।
৩।মুষলধারে বৃষ্টি বা প্রচণ্ড ঝড়-তুফান হইতে থাকিলে, যদিও এমতাবস্থায় জমা’আতে হাজির না হওয়া জায়েয আছে; কিন্তু ইমাম মোহাম্মদ (রঃ) বলেন, এরূপ অবস্থায়ও জমা’আতে হাযির হওয়া উত্তম।
৪।প্রচণ্ড শীতের কারণে বাহিরে বা মসজিদে গেলে যদি প্রাণের ভয় থাকে কিংবা রোগীর রোগ বৃদ্ধির আশংকা থাকে, তবে জমা’আত তরক করা জায়েয আছে।
৫।মসজিদে গেলে যদি মাল সামা চুরির আশংকা থাকে।
৬।মসজিদের সম্মুখে শত্রুর সম্মুখীন হওয়ার আশংকা থাকিলে।
৭।মসজিদে যাওয়ার পথে করযদাতা কর্তৃক উৎপীড়িত হওয়ার আশংকা থাকিলে। অবশ্য পরিশোধের সামর্থ্য না থাকিলে এই হুকুম। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ঋণ শোধ না করে, তবে যালিম হইবে। তাহার জমা’আত তরক করা জায়েয নাই।
৮।অন্ধকার রাত্রে পথ দেখা না গেলে। কিন্তু আলোর ব্যবস্থা থাকিলে জমা’আত তরক করা জায়েয নহে।
৯।অন্ধকার রাত্রে প্রচন্ড ধূলি ঝড় প্রবাহিত হইলে।
১০।পীড়িত ব্যক্তির সেবায় রত ব্যক্তি জমা’আতে গেলে যদি রোগী কষ্ট বা ভয় পায়, তবে জমা’আত তরক করিতে পারে।
১১।খানা প্রস্তুত হইয়াছে কিংবা হইতেছে, আবার ক্ষুধা এত বেশী যে, খানা না খাইয়া নামাযে দাঁড়াইলে কিছুতেই নামাযে মন বসিবে না, এমতাবস্থায় জমা’আত তরক করা জায়েয আছে।
১২।পেশাব পায়খানার খুব বেশী বেগ হইলে।
১৩।সফরে রওয়ানা হইবার সময় হইয়াছে, এখন জমা’আতে নামায পড়িতে গেলে দেরী হইয়া যাইবে এবং কাফেলার সঙ্গীরা চলিয়া যাইবার আশংকা হইলে জমা্’আত তরক করা জায়েয আছে। রেলগাড়ীতে ভ্রমণের মাসআলা ইহার সহিত তুলনা করা যায়, তবে পার্থক্য এইটুকু যে, এক কাফেলার পর অন্য কাফেলা পাইতে অনেক দেরী হয়। আর রেলগাড়ী দৈনিক কয়েকবার পাওয়া যায়। অবশ্য ইহাতে ক্ষতির পরিমাণ বেশী হইলে জমা’আত তরকে দোষ নাই। আমাদের শরীঅতে অসুবিধা ভোগ করিতে বলা হয় নাই।
১৪।রোগের কারণে চলাফেরা করিতে পারে না এমন ব্যক্তি কিংবা অন্ধ, খোঁড়া বা পা-কাটা লোকের জমা’আত মা’ফ। অন্ধ ব্যক্তি যদি অনায়াসে মসজিদে পৌঁছিতে পারে, তবে তাহার জমা’আত তরক করা উচিত নহে।

No comments:

Powered by Blogger.