জমা’আত ওয়াজিব হওয়ার শর্তসমূহ
জমা’আত ওয়াজিব হওয়ার শর্তসমূহ
জমা’আত ওয়াজিব হওয়ার শর্তসমূহ
১।পুরুষ হওয়া; স্ত্রীলোকের উপর জমা’আত ওয়াজিব নহে।
২।বালেগ হওয়া; নাবালেগের উপর জমা’আত ওয়াজিব নহে।
৩।আযাদ হওয়া; ক্রীতদাসের উপর জমা’আত ওয়াজিব নহে।
৪।যাবতীয় ওযর হইতে মুক্ত হওয়া; মা’যূরের উপর জমা’আত ওয়াজিব নহে; কিন্তু ইহাদের জমা’আতে নামায পড়া আফযাল। কারণ, জমা’আতে না পড়িলে জমা’আতের ছওয়াব হইতে মাহরূম থাকিবে।
No comments: