Breaking News
recent

হে মূসা!-শিক্ষামূলক গল্প

আব্দুল্লাহ ইবনে তাহের নামক জনৈক সভাসদ ছিল খলীফা মামুনুর রশীদের। খলীফা কোন কারণে একবার তাঁর উপর প্রচন্ড রেগে গেলেন এবং গোপন সভাতে তাকে হত্যা করার নির্দেশ দিলেন। ঘটনাক্রমে উক্ত সভায় আব্দুল্লাহ ইবনে তাহেরে জনৈক হিতাকাঙ্খী বন্ধু ছিল। সে আব্দুল্লাহর নিকট একটি চিরকুট লিখে পাঠাল যাতে লেখা ছিল-
“বিসমিল্লাহির রাহমানির রাহীম, হে মূসা!” এ চিরকুট আব্দুল্লাহর ইবনে তাহেরের হস্তগত হলে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। দীর্ঘক্ষণ ধরে গভীর ভাবে চিন্তা-গবেষণা করেও এর কোন রহস্য উদঘাটন করতে পারেননি। হঠাৎ তাঁর কৃতদাসী বহুক্ষণ মালিকের অবস্থা পর্যবেক্ষণ করে বলে উঠলঃ “এর মর্ম আমি বলতে পারি”।
আব্দুল্লাহ বললেন, কী এর মর্ম?
দাসী বললঃ লেখক উক্ত চিরকুট দ্বারা কুরআনে কারীমের নিন্মোক্ত আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন।
“হে মূসা! পরিষদ তোনাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতএব, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার একজন হিতাকাঙ্খী।
আব্দুল্লাহ তখন খলীফার দরবারে যাওয়ার মনস্থ করেছিলেন। আর এভাবেই তাঁর জীবন রক্ষা হল।-হায়ওয়ান পৃঃ-১২৬ খঃ-১

No comments:

Powered by Blogger.