নামের প্রভাব-শিক্ষামূলক গল্প
নামের প্রভাব-শিক্ষামূলক গল্প
ইমাম আবু হানীফা (রহ.)-এর দৌহিত্র ইসমাঈল কট্ররপন্থী শিয়া ছিল। সে একবার (দুই খলীফার অবমাননায়) তার দুটি খচ্চরের নাম করণ করেছিল আবু বকর ও ওমর। খোদার লীলায় কিছু দিন যেতে না যেতেই একটি খচ্চর তাকে দুটি পদাঘাত করল। আর এতেই সে প্রাণ হারাল। ইমাম আবু হাবীফা (রহ.) এ ঘটনাটি শুনে উপস্থিত লোকদিগকে বললেনঃ তোমরা অনুসন্ধান করে দেখ, যে খচ্ছরটির নাম সে ওমর রেখেছিল সে তাকে পদঘাত করে হত্যা করেছে। খোজ খবর নিয়ে জানা গেল যে, বাস্তবিকই তাই ঘটেছে। হায়াতুল হায়ওয়ান পৃঃ১৩০ খন্ড-১।
No comments: