Breaking News
recent

ধর্ম প্রচারকের ভূমিকায় উম্মে সুলাইম (রাযি.)

হযরত উম্মে সুলাইমের বিবাহের ঘটনা অত্যন্ত আশ্চর্যজনক ও অনেকটা বিচিত্র । তিনি বিবাহের পূর্বে ইসলাম গ্রহণ করে থাকলেও তাঁর স্বামী হযরত আবু তালহা (রাযি.) তখনো মুসলমান হননি। হযরত আবু তালহা (রাযি.) কুফরীর অবস্থায় তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। জবাবে উম্মে সুলাইম আবু তালহাকে বললেন-তোমার জান আছে কী? যাকে তুমি মা’বুদ বানিয়ে তাঁর পূজা করছ সে হল মাটি হতে উৎপন্ন হওয়া একটি মরা কাঠ (মূর্তি) । যাকে অমুক গোত্রের হাবশী লোক মনগড়া উদ্দভাবন করেছে।
আবু তালহা বললেন-হ্যাঁ! আমি জানি। উম্মে সুলাইম বললেন- এরকম একটি কাষ্ঠকে মা’বুদরূপে গ্রহণ করতে তোমাদের লজ্জা হয় না ? যা হোক, তোমার মত ব্যক্তির বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় না। তবে সমস্যা হল,- আমি ইসলাম গ্রহণ করেছি। আর তুমি এখনো কাফির। যদি তুমি এ কালিমার ছায়াতলে চলে আস, তবে আমার কোন প্রকার মহর দাবী থাকবে না। আবু তালহা বললেন-কিন্তু তাই বলে স্রেফ ইসলাম গ্রহণ তোমার মত মর্যাদাবান মহিয়সী মহিলার মোহর হতে পারে না। উম্মে সুলাইম বললেন–তাহলে আমার মহর কি হতে পারে ? আবু তালহা উত্তর করলেন- কেন স্বর্ণ-রোপ্য !
উম্মে সুলাইম বললেন- কিন্তু আমার সোনা-রূপার প্রয়োজন নেই। আমি কেবল তোমার ইসলামই কামনা করি। একথা শুনে হযরত আবু তালহার মন মস্তিস্কে ইসলামের প্রতি ভালোবাসা ও ভক্তি সৃষ্টি হল। অতঃপর আবু তালহা (রাযি.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে হাযির হল। তিনি তখন সাহাবীদের মাঝে বসে ছিলেন। হযরত আবু তালহা (রাযি.) তোমাদের নিকট এমতাবস্থায় আসছে যে, তাঁর চোখে মুখে ইসলামের নুর ঝলমল করছে। অতঃপর হযরত আবু তালহা (রাযি.) ইসলাম গ্রহণ করলেন এবং হযরত উম্মে সুলাইমের সঙ্গে শুভ পরিণয়ে আবদ্ধ হন।

No comments:

Powered by Blogger.