রণক্ষেত্রে উম্মে সুলাইম
রণক্ষেত্রে উম্মে সুলাইম
এই উম্মে সুলাইম (রাযি.) সম্পর্কেই হযরত আনাস (রাযি.) বলেছিলেন-ওহুদ যুদ্ধে আমি আয়েশা ও উম্মে সুলাইমকে সার্বক্ষণিক সচল পায়ে দেখেছি। তারা পিঠে করে পানি বহন করে আনতেন এবং মুজাহিদদের পান করাতেন। পাত্র খালি হলে পুণরায় আবার বিশুদ্ধ পানি নিয়ে আসতেন। (তখনো পর্দার বিধান নাযিল হয়নি) হুনাইনের যুদ্ধে হযরত আবু তালহা (রাযি.) তাঁর মহীয়সী স্ত্রীকে দেখেন যে, সে একটি খঞ্জর হাতে দাঁড়িয়ে আছে। হযরত আবু তালহা জিজ্ঞাসা করলেন- উম্মে সুলাইম ! এখানে তুমি কি করছ তোমার হাতে এটা কি? জবাবে উম্মে সুলাইম বললেন-এটা খঞ্জর। কোন মুশরিক আমার দিকে আসতে চাইলে এ খঞ্জরটি তাঁর পেটে বসিয়ে দেব। হযরত আবু তালহা (রাযি.) স্ত্রীর বীরত্ব ও সাহসীকতায় অত্যন্ত আনন্দিত হল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট তাঁর দৃঢ় মনোবল ও মুজাহিদানা আত্মবিশ্বাসের কথা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-উম্মে সুলাইম! এখন আর তোমাদের এত কষ্টের প্রয়োজন নেই। আল্লাহ তা’আলাই যথেষ্ট।
No comments: