Thursday, March 13 2025

রাব্বানাস-রিফ আন্না আযাবা জাহান্নামা



রাব্বানাস-রিফ আন্না আযাবা জাহান্নামা

সূরা আল-ফুরকান, আয়াতঃ ৬৫-৬৬

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
উচ্চারণ
রাব্বানাস-রিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা ঘারামা ইন্নাহা সা'ত মুস্তা-কাররানাও ওয়া মুকামা
অর্থ
হে রাব্বুল আলামিন! আমরা ঈমান এনেছি! আমাদেরকে মাফ করুন এবং আমাদের প্রতি রহম করুন। নিশ্চয়ই আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
ফযিলত
১। এই দোয়াটি এক দল মুসলমানের করা এবং তাঁরা নিয়মিতই এই দোয়াটি করতেন।
২। এই দোয়াতে তাঁরা আল্লাহ্‌র কাছে বলতেন, "হে, আল্লাহ্‌! আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদের গুনাহ মাফ কর এবং আমাদের উপর কৃপা কর"।

2 comments:

  1. কি ভ্রান্ত অনুবাদ দেখুন। কোন আয়াতের কি অর্থ করল।

    ReplyDelete
  2. ভুল অনুবাদ

    ReplyDelete

Powered by Blogger.