Thursday, July 17 2025

রাব্বানা আমান্না ফাঘফির লানা



রাব্বানা আমান্না ফাঘফির লানা

সূরা আল মু'মিনূন, আয়াতঃ ১০৯

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
উচ্চারণ
রাব্বানা আমান্না ফাঘফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমীন
অর্থ
হে আল্লাহ্‌! জান্নাতে আপনার কাছেই আমাকে থাকার ব্যবস্থা করে দেন।
ফযিলত
১। ফিরাউনের স্ত্রী ছিলেন আল্লাহ্‌র উপর বিশ্বাসী এবং তিনি ঈমান এনেছিলেন। তিনি এই দোয়াটি করেছেন যাতে ফিরাউনের কাছ থেকে তিনি মুক্তি পান এবং জান্নাত লাভ করেন।
২। এটা উল্লেখ আছে যে, ফিরাউন তার স্ত্রীকে সবসময় নির্যাতন করতেন কারণ সে নিজেই ছিল একজন পুরুষত্বহীন। নির্যাতনের সময় ফিরাউনের স্ত্রী তাঁর দুর্ভোগ লাঘবের জন্যে এই দোয়াটি করতেন। (জালালাইন)

No comments:

Powered by Blogger.