Breaking News
recent

এতেকাফ


রমযানের শেষের দশ দিন এতেকাফ করার হুকুম কি?
রমযানের শেষের দশ দিন এতেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদায়ে কিফায়া। অর্থাৎ- প্রত্যেক মসজিদে ঐ এলাকার কমপক্ষে একজন হলেও এতেকাফ করতে হবে। কেউ এতেকাফ না করলে সবাই গুনাহগার হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

এতেকাফ অবস্থায় চুপ থাকা সওয়াবের কাজ কি না?
এতেকাফ অবস্থায় চুপ থাকাকে সময়াব মনে করে চুপ থাকা মাকরূহ। তদ্রুপ এতেকাফ অবস্থায় বেকার বসে থাকাও ঠিক নয়, বরং সাধ্যমত কুরআন তিরাওয়াত, নফল নামায, উমরী কাযা, তাসবীহ-তাহলীল পড়তে থাকবে। (দেখুনঃ ফাতওয়ায়ে তাতারখানিয়া)

বিনিময় দিয়ে এতেকাফ করালে তা জায়েয হবে কি না? এবং এতে এলাকাবাসীর সুন্নাতে মুআক্কাদাহ আদায় হবে কি না?
বিনিময় নিয়ে এতকাফ করা বা করানো সম্পূর্ণ নাজায়েয। কারণ এতকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া-নেওয়া হারাম তাই পারিশ্রমিকের উদ্দেশ্যে এতেকাফ করলে তা সহীহ হবে না। যেহেতু ঐ লোকের নিজের এতেকাফই আদায় হচ্ছে না, তাই তার এতেকাফের দ্বারা অন্যদের সুন্নাত মুয়াক্কাদা এর দায়িত্ব আদায় হওয়ার প্রশ্নই উঠে না। (দেখুনঃ রাসায়েলে ইবনে আবেদীন)

এতেকাফকারী মুয়ায্যিন মসজিদের বাহিরে গিয়ে আযান দিতে পারবে কি না?
এতেকাফকারীর আযানের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়িয। তাই মসজিদের বাইরে আযানের নির্দিষ্ট স্থানে গিয়ে আযান দিতে পারবে। (দেখুনঃ আলমুহিতুল বুরহানী)

এতেকাফকারী মসজিদের ছাদে যেতে পারবে কি না?
মসজিদ একতলা হোক বা বহুতল বিশিষ্ট হোক ছাদ মসজিদের অন্তর্ভূক্ত হবে। সুতরাং এতেকাফকারী ছাদে যেতে পারবে। (দেখুনঃ আল-কাউসার)

No comments:

Powered by Blogger.