Breaking News
recent

মান্নতের রোজা


মান্নতের রোযা কাকে বলে?
কেউ যদি আল্লাহর নামে রোযা রাখার মান্নত করে তাহলে সেই রোযা রাখা ওয়াজিব হয়ে যায়। তবে কোন শর্তের ভিত্তিতে মান্নত মানলে সেই শর্ত পূরণ হওয়ার পূর্বে ওয়াজিব হয় না- শর্ত পূরণ হলেই ওয়াজিব হয়। (দেখুনঃ রদ্দুল মুহতার)

নির্ধারিত দিনে রোযা রাখার মান্নত করলে নিয়ত কখন করবে?
কোন নির্দিষ্ট দিনে রোযা রাখার মান্নত করলে এবং সেই দিন রোযা রাখলে রাত্রেই নিয়ত করা জরুরী নয়, দুপুরের এক ঘন্টা পূর্বে পর্যন্ত নিয়ত করা দুরস্ত আছে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

নির্ধারিত দিনে রোযা রাখার মান্নত না করলে তা যে কোন দিন রাখা যাবে কি না?
কোন দিন তারিখ নির্দিষ্ট করে মান্নত না করলে যে কোন দিন সে মান্নতের রোযা রাখা যায়। এরূপ মান্নতের রোযার নিয়ত সুবহে সাদেকের পূর্বেই হওয়া শর্ত। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

কোন নির্ধারিত দিনে, তারিখে বা মাসে রোযা রাখার মান্নত করলে ঐ দিন রোযা রাখা জরুরী কি না।
কোন নির্দিষ্ট দিনে, তারিখ বা মাসে রোযা রাখার মান্নত করলে সেই নির্দিষ্ট দিনে বা তারিখে বা মাসে রোযা রাখাই জরুরী নয়। অন্য যে কোন সময় রাখলেও চলবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

যদি এক মাস রোযা রাখার মান্নত করে তাহলে তা লাগাতার রাখতে হবে কি না?
যদি এক মাস রোযা রাখার মান্নত করে তাহলে পুরো এক মাস লাগাতার রোযা রাখতে হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

No comments:

Powered by Blogger.