রাব্বানাঘফির লানা যুনুবানা ওয়া
রাব্বানাঘফির লানা যুনুবানা ওয়া
সূরা আল-ইমরান, আয়াতঃ ১৪৭
ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَِ
উচ্চারণ
রাব্বানাঘফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফীরীন
অর্থ
হে রাব্বুল আলামিন! আমাদের গুনাহ এবং ভুল গুলো ক্ষমা করে দাও। এবং আমাদেরকে দৃঢ় থাকতে এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য কর।
ফযিলত
১। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে যখন কেউ কোন দুর্যোগে বিপদগ্রস্থ হয় সবারই একসাথে এগিয়ে আসা উচিত এবং অনুশোচনা করে দোয়া করা উচিৎ। কারণ অধিকাংশ দুর্যোগ/ সমস্যা কাউকে বিপদে ফেলছে তাঁর অতিত পাপের কারনে। (বায়ানুল কুরআন)
২। এই দোয়ার মাধ্যমে প্রথমে অতীতের সকল পাপের জন্যে ক্ষমা চাওয়া হয়। এর একটি দিক হচ্ছে, যে কোন ধরনের বিপদ-আপদ, দুর্যোগ, সমস্যা যাই আসুক না কেন, এটি যে বিপদগ্রস্থ ব্যাক্তির অতিত পাপের কারনে হয়ছে তা স্বীকার করে নেয়া। এবং প্রতিকার হিসেবে পাপের জন্যে আল্লাহ্র কাছে ক্ষমা চাওয়া এবং অনুশোচনা করা।(মারিফুল কুরআন)
No comments: