রাব্বানা আমান্না বিমা আনযালতা
রাব্বানা আমান্না বিমা আনযালতা
সূরা আল-ইমরান, আয়াতঃ ৫৩
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَِ
উচ্চারণ
রাব্বানা আমান্না বিমা আনযালতা ওয়াত্তাবা নার-রুসুলা ফাক-তুবনা মা'স-শাহিদীন
অর্থ
হে রাব্বুল আলামিন! আমারা তোমার নাযিল করা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি, এবং তোমার রাসুলের দেখানো পথে চলার চেষ্টা করি! দয়া করে আমাদেরকে তোমার হুকুম পালনকারীদের সারিতে রাখুন।
ফযিলত
হযরত ঈসা (আঃ) এর সহকারীগন এই দোয়া করেছিলেন। যখন ঈসা (আঃ) তাঁর জাতির কাছে জানতে চেয়েছিলেন, কার তাঁর সহযোগী হতে চান। তখন তাঁরা রাজি হয়েছিলেন এবং এই দোয়াটি পড়ার মধ্যমে তাদের যুক্তি জোরালো করেছিলেন। (মারিফুল কুরআন)
No comments: