রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা
রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা
সূরা আল-ইমরান, আয়াতঃ ১৯১
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ
রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান-নার
অর্থ
হে আল্লাহ! আপনি এই দুনিয়ার কোন কিছুই উদ্দেশ্য ছাড়া আপন মহিমায় তৈরি করেন নি! আমাদিগকে দোযখের আযাব থেকে পরিত্রাণ দিন।
ফযিলত
১। এই দোয়ার অর্থ হচ্ছে, মানুষের অনেক চাওয়া/ উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিৎ - ১) জান্নাত পাওয়া ২) জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। কিন্তু এ জন্যে দুটি শর্ত আরোপ করা হয়েছে - ১) ঈমান আনা ২) পাপ কর্ম থেকে দূরে থাকা।(বায়ানুল কুরআন)
২। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত - রাসুলুল্লাহ (সাঃ) নিয়মিত রাতে এই দুয়া পাঠ করতেন।
What is the correct dua for Bitir Salat?
ReplyDelete