মানুষের তুলনা
মানুষের তুলনা
কাজী আবু বকর ইবনে আরাবী বর্ণনা করেন যে, খলীফা মনসূরের শাসনামলে বাগদাদের মূসা ইবনে ঈসা হাশেমী নাম জনৈক ব্যক্তি নিজ স্ত্রীকে আবেগের বশবর্তি হয়ে বলে ফেলল–তুমি চাঁদের চেয়ে অধিক সুন্দরী না হলে তোমাকে তিন তালাক। এতে তালাক পতিত হয়ে গেছে ভেবে স্ত্রী চিন্তিত হয়ে পড়ল এবং স্বামীর সঙ্গে পর্দা শুরু করল। স্বামী নিজের অলক্ষ্যে এবং মহব্বতের চরম মুহূর্তে উক্ত বাক্যটি উচ্চরণ করেছিল। কিন্তু পরক্ষণে সে-ও গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে পড়ল। উভয়ের সারা রাত কেটে গেল অস্থিরতা ও অবিচলতায়। সকাল বেলায় স্বামী খলীফার দরবারে গিয়ে ঘটনার বিবরণ দিল।
খলীফা মনসূর বাগদাদে বড় বড় আলিম ও বিজ্ঞ গকীহদের একটি জরুরী সভা আহবান করেন। সভায় উক্ত মাসআলাটি উত্থাপন করলে প্রায় সকলেই অভিমত ব্যক্ত করলেন যে, তার স্ত্রী যেহেতু চাঁদের চেয়ে সুন্দর নয়, সেহেতু বাস্তবিক পক্ষেই তালাক পতিত হয়ে গেছে। কিন্তু উপস্থিত গকীহদের একজন উঠে বললেন, আমার মতে তালাক পতিত হয়নি। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আল্লাহ তা’আলা কুরআনে কারীমে ইরশাদ করন–
আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন সৃষ্টি করেছি। এ জবাবটি খলীফার দারুণ মনঃপূত হল। তিনি মূসা ইবনে ঈসাকে এ বলে সংবাদ পাঠালেন যে, তালাক পতিত হয়নি।-হায়াতুল হায়ওয়ান ১/৩২।
No comments: