Breaking News
recent

বিরল সবর ও শোকর-গল্প

ইমরান ইবনে হাত্তান নামে শিয়া সম্প্রদায়ের বিখ্যাত একজন কবি ছিলেন। তাঁর মেধা ও স্মৃতি শক্তির প্রখরতাকে ঘিরে বহু কৌতুহলী ঘটনা আজও কিংবদন্তি হয়ে আছে। আল্লামা যমখশরি (রহ.) বলেন, ইমরান ছিেন ভয়ঙ্কর কুৎসিত ও কালো প্রকৃতির, অপরদিকে তাঁর স্ত্রী ছিল পরমা রূপসী ও লাবণ্যময়ী । একদিন দীর্ঘক্ষণ ইমরান ইবনে হাত্তানের দিকে তাকিয়ে থেকে স্ত্রী বলল-আলহামদুলিল্লাহ! ইমরান জিজ্ঞাসা করলে, কি ব্যাপার ? তুমি আলহামদুলিল্লাহ বললে কেন ? স্ত্রী উত্তর করলঃ আমরা দু’জনেই জান্নাতী, তাই শুকরিয়া আদায় করে বললাম-আলহামদুলিল্লাহ। ইমরান জিজ্ঞাসা করলেন, তা কিভাবে বুঝলে ? স্ত্রী বলল, আপনি আমার মত পরমা সুন্দুরি ও রূপসী স্ত্রী পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছন। আর আমি আপনার মত স্বামী পেয়ে ধৈর্য্য ধারণ করেছি। আল্লাহ তা’আলা সবর ও শোকরের বিনিময়ে জান্নাত দান করবেন বলে ওয়াদা করেছেন।-তাফসীরে কাশশাফ ৫৭২৫/১।

No comments:

Powered by Blogger.