নুহ (আ.)-এর কিস্তির মাস্তুল-শিক্ষামূলক গল্প
নুহ (আ.)-এর কিস্তির মাস্তুল-শিক্ষামূলক গল্প
খলীফা হারুনুর রশীদের যুগে এক ব্যক্তি দাবি করে বসল–আমি নুহ নবী। খলীফা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন-তুমি কি সেই নূহ, যাকে ইতিপূর্বে আল্লাহ তা’আলা নবী করে প্রেরণ করেছিলেন–নাকি অন্য কোন নূহ ? লোকটি প্রতুত্তরে বললঃ হ্যাঁ। আমি সেই নূহ। ইতিপূর্বে আমি সাড়ে নয়শত বছর দুনিয়াতে ছিলাম। এখন আমাকে আরো পঞ্চাশ বছর থেকে হাজার বছর পূর্ণ করার জন্য প্রেরণ করা হয়েছে। হারুনুর রশীদ তাকে মৃত্যুদন্ড দিলেন। মৃত্যদন্ড কার্যকর করার জন্য তাকে শূলে চড়ানোব হল। পথিমধ্যে জনৈক রসিক পথচারি তাকে লক্ষ্য করে বলল, হে নূহ সাহেব! বিপদের মুহূর্তে তুমি স্বীয় কিস্তির মাস্তুল ছাড়া আর কিছুই পেলে না বুঝি।-আল য়াওয়াকীতুল আসরিয়্যা পৃঃ-১২০।
No comments: