Breaking News
recent

জুমু’আর নামায ওয়াজিব হওয়ার শর্তসমূহ

জুমু’আর নামায ওয়াজিব হওয়ার শর্তসমূহ
[জুমু’আর নামায ওয়াজিব হওয়ার জন্য ৬টি শর্ত আছে, যথাঃ]
১।মুক্বীম হওয়া। অতএব, মুসাফিরের উপর জুমু’আ ওয়াজিব নহে, (কিন্তু যদি পড়ে, তবে উত্তম। মুসাফির যদি কোথাও ১৫ দিন অবস্থান করিবার ইচ্ছা করে, তবে তাহার উপর জুমু’আ ওয়াজিব হইবে।)
২।সুস্থকায় হওয়া। অতএব, যে রোগী জুমু’আর মসজিদ পর্যন্ত নিজ ক্ষমতায় হাঁটিয়া যাইতে অক্ষম তাহার উপর জুম’আ ফরয হইবে না। এইরূপে যে বৃদ্ধ বার্ধক্যের দরুন জামে মসজিদে হাঁটিয়া যাইতে অক্ষম কিংবা অন্ধ, ইহাদিগকে রোগী বলা হইবে; তাহাদের উপর জুমু’আর নামায ফরয নহে।
৩।আযাদ হওয়া। গোলামের উপর জুমু’আ ফরয নহে।
৪।পুরুষ হওয়া। স্ত্রীলোকের উপর জুমু’আ ফরয নহে।
৫।যে সব ওযরের কারণে পাঞ্জেগানা নামাযের জমাআত তরক করা জায়েয হয় সেই সব ওযর না থাকা। যথা, (ক) মুষলধারে বৃষ্টি বর্ষিত হওয়া। (খ) রোগীর সেবা-শুশ্রূষায় লিপ্ত থাকা। (গ) পথে শত্রুর ভয়ে প্রাণনাশের আশঙ্কা থাকা। (পথ দেখিতে পায় না এরূপ অন্ধ হওয়া। পথ চলিতে পারে না এরূপ খঞ্জ হওয়া ইত্যাদি যাহা জমা’আতের বয়ানে বর্ণিত হইয়াছে।)
৬।পাঞ্জেগানা নামায ফরয হইবার জন্য যে সব শর্ত আছে তাহা মৌজুদ থাকা। যথাঃ আকেল হওয়া, বালেগ হওয়া, মুসলমান হওয়া, এইসব শর্তে জুমু’আর নামায ফরয হয়, কিন্তু যদি কেহ এই শর্ত ছাড়াও জুমু’আ পড়ে, তবুও তাহার ফরযে-ওয়াক্ত অর্থাৎ, যোহর আদায় হইয়া যাইবে। যেমন, কোন মুসাফির অথবা কোন স্ত্রীলোক যদি জুমু’আর নামায পড়ে, যোহর আদায় হইয়া যাইবে।

No comments:

Powered by Blogger.