মুমিনের দূরদর্শিতা-শিক্ষামূলক গল্প
মুমিনের দূরদর্শিতা-শিক্ষামূলক গল্প
যখন হযরত আমর ইবনুল আস (রাযি.) কায়সারিয়া বিজয়ের পর গাা এলাকায় ঘেরাও করলেন, সেখানকার গভর্ণর তাঁর নিকট দ্বি-পাক্ষিয় আলোচনার জন্য কাউকে দূত হিসেবে পাঠানোর প্রস্তাব করলেন। হযরত আমর ইবনুল আস (রাযি.) একজন সাধারণ সিপাহী সেজ নিজেই তাশরীফ নিলেন এবং আলোচনা শুরু করলেন। গাজার শাসনকর্তা তার বিচক্ষনতা, ভাষা ও আলোচনাশৈলী এবং সাহসিকতা ও নির্ভয় দেখে অত্যন্ত আকৃষ্ট হল। তিনি জিজ্ঞাসা করলেন–তোমাদের সৈন্যদলে তোমার মত, আর কেউ আছে কি? হযরত আমর ইবনুল আস (রাযি.) বললেন- একথা জিজ্ঞেস করছেন? আমি তো তাদের মধ্যে সর্বাপেক্ষা সাধারণ ও দুর্বল, এ জন্যেই তারা আমার মত একজন সাধারণ লোককে এখানকার আশঙ্কাজনক ক্ষেত্রে পাঠিয়েছে। গাজার শাসক তাঁর কথা শুনে ফেরার সময় তাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে দিলেন। এদিকে দারোয়ানকে নির্দেশ দিয়ে রাখলেন যে, লোকটি গেট পার হওয়ার সময় সব ছিনিয়ে নিবে এবং তাকে হত্যা করব।
হযরত আমর ইবনুল (রাযি.) ফিরে যাওয়ার জন্য ঘুরে দাড়ালেন, কিছুদূর যাওয়ার পর গাচ্ছান গোত্রের জনৈক খ্রিষ্টানের সঙ্গে সাক্ষাত হয়। সে হযরত আমর (রাযি.) ক চিনে ফেলল এবং গোপনে বলল–আমর ! এখানে প্রবেশের সময় যেন সূক্ষ্মতা অবলম্বন করেন, বাইর হওয়ার সময়ও সেভাবেই বাইর হবেন। এটা শুনে হযরত আমর থমকে দাঁড়ালেন এবং পুণরায় পেছনমুখ রওয়ানা হল। গভর্ণেরর নিকট গিয়ে বললেন আমার কয়েকজন চাচাতো ভাই রয়েছে আপনি আমাকী যে হাদিয়া – তোহফা দান করেছেন এ গুলো তাদের জন্য যথেষ্ট নয় বিধায় আমার মনে একটা পন্থ বের হল যে, আমি আমার আপন দশ ভাইকে আপনার নিকট নিয়ে আসব, আপনি তাদের মধ্যে এগুলো বন্টন করে দিলে আপনার দেওয়া হাদিয়া একজনের নিকট পৌঁছার পরিবর্তে দশজনের নিকট পৌছে যাবে।
এই ভেবে গভর্ণর মনে মনে খুশিতে বাকবাক হয়ে গেলেন যে, একজনের স্থলে দশজনকে হত্যা করার পথ সুগম হল। তিনি বললেন–ঠিক আছে তুমি সত্তর তাদের নিয়ে এস। আর প্রহরীকে বলে পাঠানেল যে, একে এখন যেত দাও। হযরত আমর (রাযি.) প্রাসাদ থেকে বের হয়ে বহু দূর সতর্ক দৃষ্টিতে চলছিলেন এবং বিপদসীমা পর হওয়ার পর বললেন–ভবিষ্যতে এদের মত গাদ্দারদের নিকট আসবো। পরিশেষে অবরোধের ফলে গাজার শাসনকর্তা শন্তিচুক্তি করতে বাধ্য হন। শান্তি চুক্তির জন্য গভর্ণর নিজেই মুসলমানদের নিকট আসলেন। হযরত আমরের (রাযি.) তাবুতে প্রবেশ করেই দেখলেন, তিনি সেনা প্রধানের চেয়ারে বসে আছেন। তখন গভর্ণর যারপর নাই হতবাক হল এবং একপর্যায়ে জিজ্ঞেস করে বসলেন — আপনি কি সেই লোক নন? উত্তরে হযরত আমর ইবনুল আস উত্তর করলেন, (রাযি.) জী, হ্যাঁ! আমি তোমাদের গাদ্দাআরী সত্ত্বেও জীবিত আছি।-আল ওয়াসায়া-আল খালেদা-২৫৭
No comments: