Breaking News
recent

লোভী আশ’আব

দ্বিতীয় হিজরী শতাব্দীতে (১৫৪ হিঃ) লোভী হিসেবে খ্যাত জনৈক ব্যক্তি ছিল, তাঁর নাম ছিল আশ’আব। এক পর্যায়ে তাঁর উক্ত বিশেষণটির দরুণ সে পুরুষে পরিণত হয়। কারও লোভের কথা বলতে গিয়ে সে যুগে বলা হত “লোকটি যুগের আশ’আব বা লোকটি আশ’আবকেও হার মানিয়েছে। এখনকার আরব বশ্বেও এ প্রবাদ চালু আছে। তারীখে বাগদাদে গ্রন্থ অধ্যয়ন করতে গিয়ে তাঁর কয়েকটি ঘটনা নজরে পড়ল। নিন্মে এর কয়েকটি প্রদত্ত হল-
(১) আসমাঈ (রহ.) বলেন–একবার কিছু কৌতুহলী কিশোর আশ’বকে ক্ষিপ্ত ও উত্তেজিত করার জন্য তাঁর পেছনে লাগল। নানা ভাবে তারা তাকে বিরক্ত করে তুলল। আশ’আব তাদের থেকে রেহাই পেতে মিছেমিছে বলল–তোমরা জান কি ? সালেম ইবনে আব্দুল্লাহ খেজুর বিতরণ করছে। ওরা তাঁর কথা শুনে সালেমের বাড়ি পানে ছুটল। কিছুক্ষণ পর আশ’আব শিশুদের দৌড়াদৌড়ি দেখে ভাবল, বাস্তবেও তো সালেম খেজুর বিতরণ করতে পারে! অতঃপর সেও শিশুদের সঙ্গে দৌড়াতে আরম্ভ করল।
(২) লোভী আশ’আব কিছু লোককে দেখল, তারা বিক্রির জন্য খাবারের পাতর তৈরি করছে। সে তাদেরকে লক্ষ্য করে বলল, ভাই! বড় বড় করে তৈরি করবে । তারা জিজ্ঞেস করল, কেন? আশ’আব উত্তর করল, হতে পার, ঘটনাক্রমে কেহ এখান থেকে কোন পাত্র ক্রয় করবে, আর সে পাত্রে আমাকে কিছু দান করবে।
(৩) আশ’আব নিজেই তাঁর অভ্যাসের বিবরণ দিতে গিয়ে বলল, আমি কোন জানাযায় শরীক হলে তথায় কাউকে কানাঘুষা করত দেখলে ভাবতাম, হয়ত বা মৃত ব্যক্তি আমার জন্য কোন কিছুর ওসিয়ত করেছে। আর সে ব্যাপারেই হয়ত বা কথ বার্তা চলছে ।-তারীখে বাগদদ ১৭/৪২

No comments:

Powered by Blogger.